U.S. Cotton Trust Protocol®-এ যোগ দিন
আপনার স্থায়িত্ব ও শ্রমের ন্যায্য মূল্য পাওয়ায় উদ্ভাবনের জন্য আমাদের উপর নির্ভর করতে পারেন।
ইউ.এস. কটন ট্রাস্ট প্রটোকল এমনভাবে তৈরি করা হয়েছেন যেন এটি পরিবেশবান্ধবভাবে উৎপাদিত তুলার নতুন মানদণ্ড ঠিক করে দিতে পারে। আর এর মাধ্যমে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদনের মাধ্যমে পৃথিবীর সুরক্ষা ও সংরক্ষণে নজর দেওয়া হয়।
এর লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদনে পরিমাপযোগ্য ও যাচাইসক্ষম পরিমাপক নিয়ে আসা, যার মাধ্যমে বাস্তবিকই স্বচ্ছতা থাকবে এবং ধারাবাহিক উন্নয়নের সুযোগ তৈরি হবে, এর ফলে পরিবেশগত প্রভাব যতোটা সম্ভব কমিয়ে আনা যাবে।
দায়িত্বশীল উৎপাদনের ধারাবাহিক উন্নয়নে চালিকাশক্তি হতে এখনই নিবন্ধন করুন
ঘুরে আসুন TrustUSCotton.org এই ওয়েবসাইট থেকে। একজন প্রতিনিধিকে যোগাযোগ করুন
মিল এবং প্রস্তুতকারকের সদস্যতার সুবিধা
- একটি সম্পূর্ণ স্বচ্ছ সাপ্লাই চেইনের অংশ হিসাবে চিহ্নিত হওয়া এবং যুক্তরাষ্ট্রের তুলার তন্তু সংগ্রহের দিকে ব্র্যান্ডগুলোর নজর থাকায় তাদের মাধ্যমে নির্বাচিত হওয়ার সুযোগ
- টেকসই লক্ষ্যের বিষয়ে যোগাযোগ করতে Trust Protocol –এর লোগো ও উপকরণ ব্যবহারের সক্ষমতা
- Trust Protocol –এর ওয়েবসাইটে স্বীকৃতি
- Trust Protocol-এ অংশগ্রহণকারী ও যুক্তরাষ্ট্রের তুলার লাইসেন্সধারী সদস্যদের জন্য প্রযুক্তিগত সহায়তার একটি বিশেষ প্যাকেজে বিনা মূল্যে প্রবেশের সুযোগ
সদস্যপদ কীভাবে আপনার কোম্পানিকে উপকৃত করতে পারে তা দেখতে একজন প্রতিনিধির সাথে সংযোগ করুন।
ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতার সদস্যদের সুবিধা
- প্রোটোকল কনজাম্পশন ম্যানেজমেন্ট সলিউশনের মাধ্যমে প্রোটোকল কটন কনজাম্পশন ইউনিটগুলো দাবি করার সুযোগ।
- টেকসই তুলা উৎপাদনের জন্য বিজ্ঞান-ভিত্তিক লক্ষ্যগুলোর বিপরীতে পরিমাপযোগ্য ও যাচাইযোগ্য উপাত্ত।
- প্রবন্ধ-স্তরের সম্পূর্ণ সাপ্লাই চেইন স্বচ্ছতা।
- যোগাযোগ, কোনো কিছুর বিস্তারিত তুলে ধরা ও বিপণনের জন্য প্যাকেজ
এবং আরো অনেক কিছু! সুবিধার সম্পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুন
সদস্যপদ ও সারিবদ্ধকরণ
ইউএন সাসটেইনাবেল ডেভেলপমেন্ট গোলের সঙ্গে যুক্ত রয়েছে U.S. Cotton Trust Protocolযার স্বীকৃতি দিয়েছে টেক্সটাইল এক্সচেঞ্জ ও Forum for the Future, এবং এটি সাসটেইনাবেল অ্যাপারেল কোয়ালিশন, Cotton 2025 Sustainable Cotton Challenge,কটন ২০৪০ ও কটন আপ উদ্যোগের অংশ। আইটিসি স্ট্যান্ডার্ডস ম্যাপ-এও এটি প্রকাশিত হয়েছে এবং এটির স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া টেকসই তুলার একটি মানদণ্ড হিসেবে এটিকে স্বীকৃতি দিয়েছে পার্টনারশিপ ফর সাসটেইনাবেল টেক্সটাইলস এবং এটি ISEAL Community Member.
স্থায়িত্বের প্রতিশ্রুতিগুলো পরিমাপ ও যাচাই করে।
সাপ্লাই চেইনের প্রতিটি ধাপের জন্য বিশ্বব্যাপী ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের জবাবদিহি করতে হচ্ছে। এ কারণেই স্থায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে এতো বেশি প্রত্যাশা আগে কখনো করা হয়নি। যুক্তরাষ্ট্রের তুলার মান ব্যাপকভাবে স্বীকৃত। তারপরও স্থায়িত্বের অর্জনগুলো তুলে ধরার জন্য শিল্পটির হাতে উৎপাদনকারী-স্তরের উপাত্ত কখনোই ছিল না।
শিল্পের স্বীকৃতি
একটি শিল্প হিসেবে, ইউ.এস. কটন উচ্চাভিলাষী পরিবেশগত প্রভাবের লক্ষমাত্রা হাতে নিয়েছে। ট্রাস্ট প্রটোকল হলো বৃহত্তর সাফল্যের পথে এগোনোর একটি উপায়। ভূমি ব্যবহার, মাটি সংরক্ষণ, শক্তি ব্যবহার, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, মাটিতে কার্বনের অবস্থা এবং সেচে পানি ব্যবহার- ট্রাস্ট প্রটোকলের এই ছয়টি পরিমাপকসূচক যুক্তরাষ্ট্রের তুলা শিল্পের ২০২৫ সালের জাতীয় লক্ষ্যমাত্রার সঙ্গে মিলে যায়।
যুক্তরাষ্ট্রের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অনুযায়ী
আরও টেকসই তুলা উৎপাদনের জন্য ট্রাস্ট প্রটোকল পরিমাপযোগ্য ও যাচাইযোগ্য লক্ষ্যমাত্রা ও পরিমাপ নিয়ে আসে এবং স্থায়িত্বের ছয়টি মূল পরিমাপক- ভূমি ব্যবহার, মাটিতে কার্বনের অবস্থা, পানি ব্যবস্থাপনা, মাটির ক্ষয়, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, শক্তি ব্যবহারে দক্ষতার ক্রমাগত উন্নতি করে।
টেকসইযোগ্যতার ওপর বিনিয়োগ
Smarter Conversations পডকাস্ট শুনুন কীভাবে যুক্তরাষ্ট্রের তুলা খাত প্রতি বছর টেকসইযোগ্যতার গবেষণার জন্য ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে।
এটি শুনুন
নতুন পডকাস্ট, Smarter Conversations, টেকসইযোগ্যতার ওপর আপনাকে বিশেষজ্ঞ পর্যবেক্ষণ জানায়।
The Economist Intelligence Unit (EIU)-এর একটি প্রতিবেদন।
ফ্যাশনে কি টেকসইতা আছে? শিল্প নেতারা তুলে ধরলেন তাঁদের মতামত-নামে EIU-এর প্রতিবেদনটির পৃষ্ঠপোষকতা করেছে U.S. Cotton Trust Protocol। ফ্যাশন শিল্প আজ যে স্থায়িত্বের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা নিয়ে নেতৃত্বস্থানীয় ব্র্যান্ডগুলোর মূল সিদ্ধান্ত গ্রহণকারীদের বিশেষজ্ঞ অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আরও ভাল করার জন্য কীভাবে এই শিল্পে বদল আনা যেতে পারে তা নিয়ে প্রতিবেদনটিতে গবেষণা করা হয়েছে।