কন্টেন্ট এড়িয়ে যাও

সরবরাহ ব্যবস্থা এবং খুচরা বাজারে যুক্তরাষ্ট্রের তুলাজাতীয় পণ্যগুলোকে তুলে ধরতে COTTON USA™ মার্কের সুবিধা নিন। COTTON USA™ তার অংশীদারদের বেশ কিছু সেবা দিয়ে থাকে। এসব সেবা ব্যবসায় মূল্য সংযোজন করে। এসব থেকে অনেকভাবে লাভবান হয় অংশীদারেরা।

  • ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), উত্তর আমেরিকা, চীন ও ভারতে পরিচালিত একটি বৈশ্বিক ভোক্তা সমীক্ষায় দেখা গেছে, প্রতি পাঁচজনের মধ্যে চারজন ক্রেতা শতভাগ তুলার লেবেলের চেয়ে COTTON USA™ মার্ককে পছন্দ করে।
  • বিশ্বজুড়ে যত ক্রেতা আছে তার অর্ধেকের বেশি COTTON USA™ মার্ককে আরামদায়ক, গুণমান, নির্ভরযোগ্যতা, একটি প্রিমিয়াম ব্র্যান্ড ও বিশ্বস্ত মনে করে থাকেন।
  • কোন ফাইবার বা উপাদান বর্তমান ফ্যাশনের জন্য সবচেয়ে উপযুক্ত Global Lifestyle Monitor -এর এ প্রশ্নে ৮১ শতাংশ উত্তরদাতা বলেন, তুলা তাদের সবচেয়ে পছন্দ।
  • প্রায় দুই-তৃতীয়াংশ ভোক্তা COTTON USA™ মার্ক আছে এমন পণ্যের জন্য বাড়তি অর্থ প্রদান করতে ইচ্ছুক।

আপনি কীভাবে COTTON USA™ মার্কের এসব সুবিধা পাবেন নিচে তা তুলে ধরা হলো।

COTTON USA™ লাইসেন্স পাওয়ার কর্মসূচি।

COTTON USA™ লাইসেন্স পাওয়ার জন্য অবশ্যই পণ্যের অন্তত ৫০ শতাংশ সুতি হতে হবে এবং এই সুতার শতভাগ হতে হবে যুক্তরাষ্ট্রের। ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতা উভয়ই পণ্য লাইসেন্স পেতে পারে। উৎপাদক প্রতিষ্ঠান যদি the U.S. Cotton Trust Protocol®-এর সদস্য হয় তাহলে তারা COTTON USA™ মার্ক ব্যবহারের লাইসেন্স পেতে পারে।

COTTON USA™ আমাদের লাইসেন্সধারীদের জন্য এটি সহজ করে তোলে। আমরা পর্যালোচনার জন্য আপনার পণ্যের তথ্যসহ একটি যাচাইকরণ ফরম জমা দিতে বলব। বিস্তারিত জানতে অনুগ্রহ করে আপনার স্থানীয় CCI প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন।

শুরু করা যাক