কন্টেন্ট এড়িয়ে যাও

COTTON USA SOLUTIONS™ এর Profitability Model এর সাহায্যে আপনার কারখানায় সর্বোচ্চ মুনাফা করুন।

বিশ্বজুড়ে কারখানাগুলো তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন। কারখানা ভেদে চ্যালেঞ্জের ধরন ভিন্ন হতে পারে। তবে সব চ্যালেঞ্জেরই কিছু অভিন্ন বৈশিষ্ট্য রয়েছে: যেমন সর্বোচ্চ মুনাফা অর্জনে কোনো কারখানার সক্ষমতাকে সীমিত করে ফেলে এমন প্রতিবন্ধকতাসমূহ।

বিশেষত, মহামারি-পরবর্তী বিশে^ যে অবস্থার উদ্ভব ঘটছে, তাতে কারখানাগুলো তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কীভাবে মুনাফা অর্জনের এসব বাধা কাটিয়ে উঠবে ও মুনাফা বাড়ানোর বিদ্যমান সুযোগগুলো চিহ্নিত করবে তা গুরুত্বপূর্ণ। উপরন্তু, কারখানাগুলোকে চিহ্নিত করা সুযোগগুলো কাজে লাগাতে অবশ্যই সম্পদ ও দক্ষ কর্মীর সমাবেশ ঘটাতে হবে। ইউএসের তুলা ব্যবহার করে COTTON USA SOLUTIONS™ এর মাধ্যমে মুনাফা অর্জনের সক্ষমতা বৃদ্ধির এই যাত্রায় কারখানাগুলোকে COTTON USA™ একটি তথ্য-উপাত্তভিত্তিক সূচনা পয়েন্টের প্রস্তাব দিচ্ছে। এটি এমন এক পরামর্শক কর্মসূচি, যা এমনভাবে নকশা করা হয়েছে যাতে, আপনি ইউএসের তুলা ব্যবহার করে আপনার ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারেন।

উন্নতির সুযোগগুলো চিহ্নিত করুন

প্রথম পদক্ষেপ হলো, আপনার কারখানার পূর্ণ সম্ভাবনার ক্ষেত্রে বর্তমানে বাধা সৃষ্টি করছে, এমন নির্দিষ্ট প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করা। COTTON USA SOLUTIONS™ আপনাকে one-to-one Mill Consults এর প্রস্তাব দিচ্ছে, যা হতে পারে ভার্চ্যুয়ালি বা সশরীর উপস্থিতির মাধ্যমে। এটি পরিচালনা করছে COTTON USA’s এর বিশ্বমানের কারখানা বিশেষজ্ঞ দল। আপনি যাতে মুনাফা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে পারেন, সে লক্ষ্যে এই দল আপনার কারখানার বিভিন্ন খাত চিহ্নিত করতে সহায়তা করতে পারে।

প্রকৃতপক্ষে, বর্তমানে বিশ্বব্যাপী কারখানাগুলো সবচেয়ে বেশি যেসব সাধারণ সমস্যার সম্মুখীন, সেসব চিহ্নিত করতে সম্প্রতি COTTON USA SOLUTIONS™ এর নেতৃত্বে থাকা ওই কারখানা বিশেষজ্ঞ দল নিবিড় গবেষণা চালিয়েছে। ইউএসের সুতা ব্যবহার করছে ১৩টি দেশের এমন ১০০টির বেশি প্রতিষ্ঠানের কর্মকা- বিশ্লেষণ করা হয়েছে এ গবেষণায়। কারখানাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করে ছয়টি প্রধান প্রতিবন্ধকতার বিষয় উঠে এসেছে; যা একটি কারখানার মুনাফা অর্জনের সক্ষমতাকে সীমিত করে ফেলছে:

* কাঁচামাল বাছাই

* অপচয় নিয়ন্ত্রণ

* শ্রমিক ও যন্ত্রের উৎপাদনশীলতা

* মান ও প্রক্রিয়া নিয়ন্ত্রণ

* শিল্প প্রকৌশল

* ব্যয় নিয়ন্ত্রণ

COTTON USA SOLUTIONS™ এর গবেষণায় সর্বোচ্চ দক্ষতা প্রদর্শনকারী কারখানাগুলোতে মুনাফা বৃদ্ধির উল্লেখযোগ্য সুযোগ বা খাতগুলো উদঘাটিত হয়েছে। তথ্য-উপাত্তের ভিত্তিতে বলা যায়, পণ্যের গুণগত মানে ছাড় না দিয়ে ওই ছয়টি বাধার যেকোনোটির বিরুদ্ধে অধিকতর ভালো নৈপুণ্য অর্জন করতে পেরেছে এসব কারখানা। যার ফলাফল হিসেবে তারা আগের চেয়ে বেশি মুনাফা অর্জনের সক্ষমতা লাভ করেছে।

Profitability Model এ তথ্য-উপাত্তের সন্নিবেশ

যখন একবার নির্দিষ্ট বাধাসমূহ চিহ্নিত করা সম্ভব হয়, তখন COTTON USA SOLUTIONS™ সব প্রভাব বিস্তারকারী বিষয় বা তথ্য-উপাত্তকে এর Profitability Model এ পাঠিয়ে দেয়। কাস্টমাইজড এই ফর্মূলা আপনার কারখানাকে দৈনিক ভিত্তিতে সম্মিলিত এসব উপাদানের অবদানসীমা (কন্ট্রিবিউশন মার্জিন) নির্ধারণ করতে সাহায্য করে। পাশাপাশি এটি সময়ের সাথে সাথে আপনার কারখানার বটম লাইনের ওপর প্রভাব নিরূপন করে। Profitability Model আপনার পণ্যের পোর্টফলিও এবং বিক্রয়মূল্য হিসাব করার ক্ষেত্রে বিকল্প দৃষ্টিভঙ্গি অনুসরণ করারও সুযোগ দেয়। ফলে আপনার কারখানার আউটপুটের ওপর মনোযোগ দিয়ে মুনাফার মূল্যবান বিশ্লেষণ করা সম্ভব হয়।

COTTON USA এর এই উপাত্ত অবকাঠামোর বাস্তবায়ন আপনার কারখানাকে এমন এক অবস্থানে নিয়ে যায়, যেখান থেকে উৎপাদনকালীন ভারসাম্যহীনতায় তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া সম্ভব হয় এবং এরপর দ্রুততার সঙ্গে মুনাফামুখী সংশ্লিষ্ট সুযোগসমূহের সন্নিবেশ ঘটানো যায়।

COTTON USA SOLUTIONS দলের সঙ্গে নতুন প্রায়োগিক অনুশীলনের বাস্তবায়ন

এই তথ্য-উপাত্ত মডেলের বাইরে COTTON USA SOLUTIONS™ আপনার কারখানাকে চিহ্নিত বাধাসমূহ কাটিয়ে উঠতে সুপারিশকৃত প্রায়োগিক অনুশীলনগুলো বাস্তবায়ন করতে সাহায্য করে। এর মধ্যে আছে, কারিগরি দলের পক্ষ থেকে আপনার কারখানাকে ব্যক্তিগতভাবে সমর্থন প্রদান; যাতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব অর্জন করতে আপনার কারখানার নানা প্রক্রিয়ায় প্রয়োজনীয় সমন্বয় সাধন করা যায়।

আজকের দিনে, কারখানাগুলোকে অবশ্যই তাদের কার্যক্রমকে করোনা-পরবর্তী বিশে^র উপযোগী এমন সহনীয় I বিকাশযোগ্য করে গড়ে তুলতে হবে। করোনা-পরবর্তী বিশে^ এমন পরিবেশ হতে পারে, যেখানে সুতার সরবরাহ ব্যবস্থায় এমনকি আরও বেশি পরিবর্তন আনতে হতে পারে। বর্তমানে মুনাফা অর্জনের সক্ষমতা সীমিত করছেÑকারখানার কার্যক্রমের ভেতরে বিদ্যমান এমন ক্ষেত্রগুলো এখন চিহ্নিত করার সময় এসেছে। COTTON USA SOLUTIONS™ এর কারিগরি দলের বিশেষায়িত জ্ঞান ও দক্ষতা, সেই সঙ্গে COTTON USA Profitability Model এর পর্যাপ্ত ও কাস্টমাইজড তথ্য-উপাত্ত কারখানার বিভিন্ন প্রক্রিয়ার সর্বোত্তম কার্যকরিতা নিশ্চিত করতে ও পর্যায়ক্রমে উৎপাদন খরচ কমাতে সহায়তা করে; যাতে আপনার ব্যবসা দীর্ঘমেয়াদে সাফল্য অর্জনের পথে অগ্রসর হতে পারে।

COTTON USA SOLUTIONS এর প্রস্তাব, যেমন Profitability Model গ্রহণ ও আপনার ব্যবসায় নানান সুবিধা আদায় করতে হলে, আমরা আপনাকে আরও জানার ও আপনার নিকটস্থ COTTON USA এর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। | U.S. Cotton Trust Protocol সদস্যপদ রয়েছে এমন COTTON USA লাইসেন্সধারীরা COTTON USA SOLUTIONS এর প্রস্তাব নিতে পারেন বিনামূল্যে।

COTTON USA সম্পর্কে

Cotton Council International (CCI) আমাদের COTTON USA™ ট্রেডমার্ক ব্যবহার করে বিশ^জুড়ে ইউএস সুতার প্রচার-প্রসারে নিয়োজিত। আমাদের প্রতিষ্ঠানের সদস্যরা কীভাবে একটি অধিকতর নমনীয় ও সবুজ পৃথিবী গড়তে উদ্ভাবনীমূলক, যথাযথ কৃষি প্রযুক্তিকে ব্যবহার করছেন সেই বার্তা ছড়িয়ে দিতে আমরা আত্মনিবেদিত। সুতার সরবরাহ ব্যবস্থায় আস্থা ও স্বচ্ছতার সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। CCIএকটি সমান সুযোগ প্রদানকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান। আরও জানতে here ক্লিক করুন।